১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:১৬
মুন্সিগঞ্জে নিখোঁজের তিন দিন পর অটো চালকের মৃতদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের আজিমপুরা গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের তিন দিন পরে অটোচালকের মৃতদের উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রামের ওই ডোবায় মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে

নিহতের নাম শুভ ঢালী (৩০)। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার সুখবাসপুর গ্রামের নাসির ঢালীর ছেলে বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, তিন দিন আগে গত ২৭ তারিখ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শুভ। এ নিয়ে তারা মুন্সিগঞ্জ সদর থানায় গতকাল একটি সাধারণ ডায়েরি করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি অর্ধগলিত বলে জানান তিনি।

error: দুঃখিত!