মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার এক সমর্থকের লাশ উদ্ধার করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিখোঁজ মানিক কাজীর মরদেহ (৫০) গতকাল উদ্ধার করে পুলিশ।
গত বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেকে মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারী গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষকালে ব্যাপক আগ্নেয়াস্ত্র ব্যবহার হয় এবং কয়েকশ’ ককটেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটে।
গুলি ও বোমার আঘাতে ২০ জন আহত হন।
এঘটনায় ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে সদর থানার এসআই আইয়ুব বাদী হয়ে একটি মামলা করেন।
স্থানীয় এই বিরোধ থামাতে অাওয়ামী লীগের জাতীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও প্রশাসন কয়েকদফা দুই গ্রুপের সাথে বৈঠক করেন। কিন্তু এতে এক পক্ষ সংঘর্ষ থেকে বিরত থাকলেও অারেকপক্ষ নিজেদের অাধিপত্য প্রতিষ্ঠিত করতে সংঘর্ষ-হামলা চালিয়ে যায়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি তদন্ত মঞ্জুর মোর্শেদ জানান, সংঘর্ষের সময় মানিক কাজী ধাওয়া খেয়ে পানিতে ডুবে নিখোঁজ ছিলো। ঘটনার তিনদিন পর শনিবার তার মরদেহ ভেসে উঠে।