মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ফজরের নামায পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আবু সায়েদ মোল্লা (৮৫) নিখোঁজ হয়েছে।
গত মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ টরকি নিজ বাড়ী থেকে ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়।
এ ব্যাপারে নিখোঁজ বৃদ্ধের ছেলে আবু কালাম রোববার মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজ ব্যাক্তির পরিবার সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে আবু সায়েদ মোল্লা তার নিজ বাড়ী থেকে নামাজের কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার কোন সন্ধান পাননি।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ ব্যাক্তি আবু সায়েদ মোল্লার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমন্ডল লম্বাকৃতির, স্বাস্থ্য মোটামুটি, গায়ের রং ফর্সা, মাথায় সাদা চুল ও সাদা দাড়িঁ রয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি।
নিখোঁজ ব্যাক্তির যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে তার ছেলে আবু কালাম, মোবাইল নং- (০১৯৬৩৭২৭৭১২) অথবা মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক মোবাইল নং- (০১৩২০০৯৩৩৭৪) নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।