মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ঐশী রায় (১১) নামে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মৃত ঐশী শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও গ্রামের গোপাল রায়ের মেয়ে। সে সিরাজদিখানে তার নানা মৃত হীরালাল মন্ডলের বাড়িতে এক সপ্তাহ আগে বেড়াতে এসেছিলো।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ওসি মিজানুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সে স্থানীয় সমবয়সী কয়েকজনের সাথে পুকুরে গোসল করতে যায়। সাতার না জানায় ডুবে মৃত্যু হয় তার। তিনি জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।