৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৫০
মুন্সিগঞ্জে নাতিকে কোপানোর খবর সইতে না পেরে দাদির মৃ.ত্যু, আটক দুই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নাতি আকাশ মন্ডলকে (২৫) কোপানোর খবর সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দাদি বেকুলা মন্ডলের (৮০) মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটী দামবাড়ি এলাকায় মৃত্যু হয় বেকুলার।

এর আগে বৃহস্পতিবার সকালে একই এলাকায় গরু বিক্রি নিয়ে বিরোধের জেরে আকাশ মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষ। গুরুতর আহত আকাশ মন্ডল ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার স্বজনদের কান্নাকাটি দেখে বিমর্ষ হয়ে পড়েন বেকুলা। এসময় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম সুমন জানান, যুবক আকাশ মন্ডলকে কোপানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত মিশুসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!