মুন্সিগঞ্জে পৌরসভা ও জেলা প্রশাসনের অায়োজিত নবান্ন মেলায় নাগরদোলা থেকে পরে রবিউল (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রবিউল সদরের উত্তর ইসলামপুর এলাকার ভাড়াটিয়া ও চাঁদপুরের কিরণের ছেলে।
রবিউলের মামা মনির হোসেন জানান, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নবান্ন মেলায় যায় রবিউল। নাগরদোলায় উঠলে নাগরদোলা ঘোড়ার সময় সেখানে পাশের খুঁটির সঙ্গে মাথায় আঘাত পায় রবিউল।
মারাত্মক অাঘাতপ্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় নিচে পড়ে যায় রবিউল। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাগরদোলাটি স্বয়ংক্রিয় হওয়ায় বাচ্চাটি অাঘাতপ্রাপ্ত হওয়ার পরও এটি ঘুড়তে থাকে। যার ফলে ঐখানেই তার মৃত্যু ঘটে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সাবিব ইবনে আব্দুল্লাহ জানান, কিশোর রবিউলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নাগরদোলা থেকে পরেই তার মৃত্যু হয়।