৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নসিমন-করিমন ও ভটভটি বন্ধের প্রস্তাব এসপির
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দিনের বেলা (ভোর থেকে রাত ১০টা) মুন্সিগঞ্জ জেলার সকল সড়কে নসিমন-করিমন ও ভটভটি বন্ধের প্রস্তাব রেখেছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপার এই প্রস্তাব করেন।

আমার বিক্রমপুরকে তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে নসিমন-করিমন ও ভটভটি বন্ধের প্রস্তাব করেছি। তবে কমিটির অন্যান্য সদস্যরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সকলের সম্মতিতে সিদ্ধান্তটি গৃহীত হলে তখন পুলিশ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।

আইনশৃঙ্খলা সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!