১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:২৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নদী ভাঙনের প্রতিকার চেয়ে গ্রামবাসীর মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর, ২০২০, জাহাঙ্গীর আলম চমক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদী ভাঙন রোধে হাজারো এলাকাবাসী মানববন্ধন করেছে।

সিরাজদিখান উপজেলার বালুচরের খাসকান্দি ও চান্দের চর এলাকাবাসী এ মানব বন্ধনের আয়োজন করে।

বর্ষার শুরুর সাথে সাথে এবং নদীতে চলাচলরত নৌযানের ঢেউয়ের কারনে নদীর পাড় এলাকায় ৩ ফসলী উর্বর জমি গুলো বিলীন হতে চলছে। বাড়ি-ঘর ভাঙনের আশঙ্কায় করছে গ্রামবাসী।

ভাঙনরোধে সরকারের সু-দৃষ্টি কামনা করে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ২ গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ৮/১০ বছর ধরে এ নদীর উত্তর প্রান্ত ভাঙনের কবলে পরে অনেকে নিঃস্ব হয়েছেন। এ দীর্ঘ সময়ে ২শ হেক্টর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়েছে। সরকারের প্রতি তাদের দাবী এখন যদি দ্রুত ভাঙন রোধ করা না হয়, তাহলে আরো দীর্ঘ এক কি.মি ও প্রস্থে ২ শ মিটার জমি নদী গর্ভে বিলীন হবে। এর পর বাড়ি-ঘর, মসজিদ-মাদরাসা ও ২টি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পরবে। কৃষির উপর নির্ভর এ এলাকার মানুষ এভাবে জমি ভেঙে গেলে তাদের রাস্তায় দাড়াতে হবে।

ধলেশ্বরী নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে উর্বর ফসলী জমি। বাড়িঘর ভাঙনের আশঙ্কায় সিরাজদিখানে গ্রামবাসীর মানববন্ধন।

মানববন্ধনে অংশে নেওয়া বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ধলেশ্বরী নদী এ পর্যন্ত নদী পিলাসহ ৩ ফসলী জমি বিলিন হয়ে গেছে । ভাঙ্গনের কবলে রয়েছে ঘর-বাড়ি,স্কুল,মাদ্রসা,মসজিদ ও ১টি কমিউনিটি ক্লিনিক সকার যদি খুব দ্রæত ব্যবস্থা না নেয় তাহলে ২ টা গ্রামের ঘরবাড়ি নদীতে বিলিন হয়ে যাবে ।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদী তীর ধীর গতিতে ভাঙছে এমন অভিযোগ পেয়েছি। তবে প্রায় দুইশত মিটারের পর লোকালয় থাকায় বিষয়টি নিয়মিত নজরদারীতে রেখেছেন তারা। শীঘ্রই স্বশরীরে ভাঙন এলাকা পরিদর্শন করে কোন প্রকার দুর্যোগ হওয়ার আগেই প্রতিরোধের ব্যবস্থায় উর্ধ্বতনদের জানাবো।

error: দুঃখিত!