মুন্সিগঞ্জ, ৫ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইজাজ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন মেঘনা নদীর ইসমানির চর গ্রামের দেলোয়ার মাস্টারের বাড়ির কাছে কচুরিপানায় একটি অর্থগলিত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সেটি উদ্ধার করে।
তিনি জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী মরদেহের গায়ে সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত ছিলো। তবে মরদেহ অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা যায়নি। শনাক্তের চেষ্টা চলছে।