মুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের পাশ্ববর্তী পঞ্চসারের মিরেশ্বরাই গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভাসমান অবস্থায় শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক ৫ মাস বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানার (ওসি) আবু বকর সিদ্দিক জানান, স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশটি ২-৩ দিনের আগের। শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে।