মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নদীপথ ব্যবহার করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চিতলিয়া বাজারে দুটি স্বর্ণের দোকানে সশস্ত্র এই ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় স্বর্ণ ব্যবসায়ী রিপন বণিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৪৫ ভরি স্বর্ণ ও ১২ লাখ নগদ টাকা ডাকাতরা নিয়ে গেছেন বলে তিনি উল্লেখ করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে নদীপথে চিতলিয়া বাজারে আসে ১৮/২০জন সদস্যের একদল ডাকাত। অস্ত্র দেখিয়ে প্রথমে তারা বাজারের দুই নৈশপহরী ও পরে বনিক স্বর্ণশিল্পালয় নামের দোকান ও সংলগ্ন বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ফেলে। এসময় ডাকাত আসার খবর মসজিদে মাইকিং করা হয়। এরপরই স্বর্ণ ও টাকা নিয়ে নদীপথে পালিয়ে যান ডাকাত সদস্যরা।
ডাকাতি শেষে নদীপথে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা বিস্ফোরক ছুড়ে মারে বলে পুলিশের দাবি।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক ‘আমার বিক্রমপুর’ কে জানান, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে রয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে। এছাড়া চিতলিয়া বাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।