মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জেরটংগিবাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খুঁজেও নিখোঁজ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি।
গতকাল বুধবার রাতে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে লালচান তাঁতি (৩৬)। তিনি হাসাইল বানারী এলাকার মৃত শহীদ তাতীর ছেলে। নিখোঁজের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, লালচান প্রতিদিন রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যেতেন। আবার ফজরের আযানের সময় হাসাইল মাছ ঘাটে এসে মাছ বিক্রি করে বাড়ি ফিরতেন। বুধবার রাতে নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি। তার সাথে থাকা মোবাইলে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সবজায়গায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে পদ্মা নদীতে খোঁজ করলে লালচান যে নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন সেই নৌকার মাচা ও তার ব্যবহৃত মাছ ধরার জাল পাওয়া যায়। এতে পরিবারের সন্দেহ হয় রাতে নদীতে চলাচলকারী বালুবাহী বাল্কহেডের ধাক্কায় লালচানের নৌকাটি ডুবি গেছে। আর লালচান পদ্মা নদীতে ডুবে নিখোঁজ রয়েছে।
টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, জেলে নিখোঁজের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ইতিমধ্যে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল চেষ্টা করছে।