৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৫৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নদীতে ভেসে এল মানুষের কাটা পা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত পা উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের দড়িকান্দি এলাকায় মেঘনা নদী থেকে খণ্ডিত পাটি উদ্ধার করা হয়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মোস্তফা বলেন, ‘’বুধবার বিকেলে মেঘনা নদীর তীরের ওই স্থানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির খণ্ডিত পা ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাঁদের দেওয়া খবরে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে নদীর তীর থেকে হাঁটু পর্যন্ত কাঁটা একটি খণ্ডিত পা উদ্ধার করে। তবে এই পা কার, কোথা থেকে এসেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

error: দুঃখিত!