মুন্সিগঞ্জ, ৮ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ইছামতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর আব্দুল হাকিম কাজী (৬০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আব্দুল্লাপুর লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বিকেল ৩টার দিকে ছেলের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই ব্যক্তি।
নিহত হাকিম স্থানীয় সলিমাবাদ এলাকার মৃত বাতেন কাজীর ছেলে।
হাকিমের ভাই বাবুল কাজী জানান, বিকেল ৩ টার দিকে হাকিম তার আট বছরের শারীরিক প্রতিবন্ধী ছেলে হাবিব কাজীকে নিয়ে লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন। ছেলেকে গোসল করিয়ে ঘাটে বসিয়ে আবার নদীতে ডুব দেন। তবে এরপর তিনি আর ওঠেননি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অভিযান দলের দলনেতা মনিরুজ্জামান খোকন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে ডুব দেয়ার পর তিনি স্ট্রোক করেন।