৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | ভোর ৫:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে স্কুলছাত্রের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে মো. শাহেদ (১৪) নামের এক স্কুলছাত্রের প্রাণ গেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড় কান্দি গ্রামে গোমতী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে চরবাউশিয়া বড় কান্দি গ্রাম সংলগ্ন গোমতী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় শাহেদ। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মারা যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের হাসপাতালে শাহেদকে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আজাদ রহমান বলেন, বিষয়টি আমরা অবগত রয়েছি। নিহতের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের দাবির পরিপেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

error: দুঃখিত!