মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরেক স্কুলশিক্ষার্থী।
সিরাজদিখান থানার ওসি মিজানুল হক শিশু মৃত্যু ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, রোববার দুপুর ৩ টা’র দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর এলাকার কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে দুই শিশু গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারের চেষ্টা করে। পরে ঢাকার সদরঘাট নৌ-ফায়ার সার্ভিসের (শ্যামপুর জোন) ডুবুরি দল এসে ১৫-২০ মিনিটের চেষ্টায় রাত ৮টা ৫ মিনিটের দিকে নদীতীরের ১২০ ফুট দূরে নদীর তলদেশ থেকে একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে আমির হামজাকে (৮) মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় মো. বাবুলের ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. রিমন (৯) রাত ১০টা পর্যন্ত নিখোঁজ রয়েছে।
সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মালেক জানান, রাত ১০ টা পর্যন্ত নিখোঁজ স্কুলশিক্ষার্থীর খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। কাল সোমবার পুনরায় অভিযান চালানো হবে।