১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:২১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নতুন করে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত, সদরেই ২৬
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলারই ২৬ জন।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ২৬ জন জন, টংগিবাড়ীতে ২ জন, লৌহজংয়ে ৬ জন ও শ্রীনগরে ২ জন।

মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৭ জন, সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৮৫৫ জন, মৃতের সংখ্যা ৭২ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৪৭ হাজার ৩৯৩ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৩১ হাজার ৪৩ জন।

 

error: দুঃখিত!