মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ধানের জমি থেকে গরু তাড়িয়ে দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের স্বামী, স্ত্রী ও ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আহত শাহজাহান বেপারী বাদী হয়ে টংগিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাসাইল চরাঞ্চলের বিদগাওঁ গ্রামের আবুল খায়েরের একটি গরু প্রতিবশী শাহজাহান বেপারীর ধান ক্ষেতে ঢুকে ধান খাচ্ছিলো। এ সময় শাহজাহান বেপারী ছেলে শান্ত গরুটিকে তাড়িয়ে দেয়। এ নিয়ে গরুর মালিক খায়ের জমাদ্দার ক্ষিপ্ত হয়ে উঠে।
তিনি শাহজাহান বেপারী (৫০) ও তার ছেলে শান্ত বেপারীকে (২০) কাঠের ডাসা দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় স্বামী-সন্তানকে বাঁচাতে স্ত্রী নিলুফা বেগম (৪০) এগিয়ে আসলে তাকেও মারধর করেন খায়ের। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসালয়ে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য কুদ্দুস মুন্সি বলেন, আমি শুনেছি দু-পক্ষ মারামারি হয়েছে। শাহজাহান থানায় অভিযোগ দায়ের করেছে। তবে আমার কাছে কোন পক্ষই আসেনি।
টংগিবাড়ী থানার ডিউটি অফিসার এস আই মানিক মৃধা বলেন, গরুতে ধান খাওয়া নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।