৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৫:২৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে কচুরিপানায় আটকে ছিলো মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর মালিরপাথর এলাকায় কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত ব্যক্তি ছাই কালারের সেন্টু গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত ছিলেন। সাথে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে তার নাম-ঠিকানা জানা গেছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদীর মালিরপাথর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মোহাম্মাদ কামাল হোসেন (৪৫) ফরিদপুরের বোয়ালমারি পৌরসভার পশ্চিম কামারগ্রাম এলাকার মোহাম্মাদ আলী আবজালের পুত্র।

তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। চেহারাও ছিলো স্পষ্ট। এমনটা জানিয়েছে নৌ পুলিশ।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তাদের সাথে যোগাযোগ করা গেলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!