মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষন চেষ্টার মামলা, প্রতিবাদে মানববন্ধন, মিছিল ও সমাবেশের খবর পত্রিকায় প্রকাশিত করায় দৈনিক ইত্তেফাকের সিরাজদিখান প্রতিনিধি সামসুজ্জামান পনিরকে হত্যার হুমকি দিয়েছে ধর্ষন চেষ্টাকারী মামলার আসামী আসলাম ওরফে ডিএম এর খালু ফরিদ সরকার।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে সিরাজদিখান উপজেলার গুয়াখোলা গ্রামে। এ ব্যাপারে শনিবার সামসুজ্জামান পনির সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেছেন।
প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার বিকেলে ফরিদ সরকার পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার কারণে পনিরের বাড়ির সামনে এসে অকথ্যভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি দেয়। পরে ডাক চিৎকার দিলে দ্রæত চলে গিয়ে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে মেয়ের দাদিকে সাশিয়ে একই কথা বলে চলে যায়।
গত ৬ নভেম্বর রাত ৯টায় গুয়াখোলা গ্রামে নবম শ্রেনীর এক ছাত্রী বাড়ির বাইরে ওযু করতে গেলে ওত পেতে থাকা আসামি আসলাম হাওলাদার ডিএম ছাত্রীর মুখ চেপে হাত ধরে টেনে বাথরুমে নিয়ে যাওয়া চেষ্টা করে। পরে ওই মেয়ে চিৎকার দিয়ে দৌড়ে পাশের বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে পরে। পরে সুস্থ হয়ে ঘটনা খুলে বলে। মেয়ের মা বাদি হয়ে ডিএম এর বিরুদ্বে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। মামলা নাম্বার ৬ তারিখ ৭-১১-২০২০।
সাংবাদিককে হুমকির ব্যাপারে সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, একটি জিডি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো ।