মুন্সিগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামী পুলিশের জালে
মুন্সিগঞ্জ, ১৮ আগষ্ট, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রাম থেকে কৌশলে দীর্ঘদিনের পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার পলাতক এজাহার নামীয় আসামী বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের আ: আওয়াল মিয়ার ছেলে মোঃ শাহিন (৩০) কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ইমরান খানের নেতৃত্বে সঙ্গীয় এসআই মামুন মিয়া, এএসআই হাফিজ, এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই হাসিবুল হাসান এবং ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদউদ্দিন জানান, শাহিন দীর্ঘদিনের পর্ণোগ্রাফি ও ধর্ষণ মামলায় পলাতক ছিলো তাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়।


