১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:১৮
মুন্সিগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে লেগুনা চালক গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ চেষ্টার অভিযোগে লেগুনা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে ভুক্তভোগী যাত্রীর মামলার প্রেক্ষিতে বিকালে উপজেলার নিমতলা এলাকা থেকে লেগুনাচালক ইয়াছিনকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বাহাদিয়া গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে সিরাজদিখান থানার ওসি মিজানুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।

অভিযোগকারী যাত্রীর বরাতে তিনি জানান, গেল ৮ মার্চ রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নিমতলা থেকে লেগুনায় করে সিরাজদিখানে স্বামীর বাড়িতে আশার পথে নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া কবরস্থানের সামনে রাত সোয়া ১টার দিকে লেগুনা থামিয়ে ধর্ষণের চেষ্টা করে লেগুনাচালক ইয়াছিন। ঘটনাটি ডিউটিরত পুলিশের নজরে আসলে লেগুনাচালক নারীকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দিয়ে নিমতলা স্ট্যান্ডের দিকে চলে যায়। পরে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত লেগুনাচালককে সনাক্ত করে গাড়িসহ গ্রেপ্তার করে।

ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে কাল আদালতে প্রেরণ করা হবে

error: দুঃখিত!