১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল, ২০২২, আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এতে কিছুক্ষণের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

গতকাল শনিবার সকালে উপজেলার ভাগ্যকুল এলাকার শ্রীনগর-দোহার সড়কের বালাশুরে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত আইয়ুব খা’র (৫০) ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে আসে।

জানা যায়, ভাগ্যকুল এলাকায় কয়েকদিন আগে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ির পাশে একটি নিরব ফাঁকা রাস্তার কোনে জোরপুর্বক ধর্ষণ করার ঘটনায় গত বৃহস্পতিবার শ্রীনগর থানায় মামলা দায়ের হয়। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব খা’কে ঐ দিনই গ্রেপ্তার করে। ধর্ষক আইয়ুব খা ভাগ্যকুল এলাকার মৃত কালাই খার ছেলে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, অভিযুক্ত আইয়ুবকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি এখন আদালত দেখবেন।

error: দুঃখিত!