১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:৪০
মুন্সিগঞ্জে ধরা পড়ল বিলুপ্ত প্রায় মেছো বাঘ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের এক বসতবাড়ি থেকে বিলুপ্তির ঝুঁকিতে থাকা একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে লৌহজং উপজেলার বেজগাঁও গ্রামে এক বাড়ির খড়ি রাখার ঘর থেকে মেছো বাঘটিকে আটক করা হয়। পরে বন বিভাগের সহায়তায় সেটিকে ছেড়ে দেওয়া হয়।

লৌহজং উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা শ্রীনগর উপজেলা বন কর্মকর্তা মো সেলিম খান জানান, দেশে মেছো বাঘ এখন বিলুপ্তির পথে, এ কারণে লৌহজং উপজেলার বেজগাঁও কবরাস্থানের পাশের জঙ্গলে এটি ছেড়ে দেওয়া হয়।  

২০১৬ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণীর তালিকায় মেছো মাঘের নাম তোলে।  দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার এ প্রাণীটি জলাভূমির আশেপাশে বাস করে। মেরে ফেলা ছাড়াও জলাভূতি ধ্বংস মেছো বাঘের অস্তিত্ব সংকটের কারণ।

বেজগাঁও গ্রামের বাসিন্দা রনি হাওলাদার জানান, বাঘটি শনিবার দিনের বেলায় প্রতিবেশীরা দেখতে পেলেও খুঁজে পাওয়া যায়নি।

“এদিন রাতে আমার স্ত্রী লাকড়ি রাখার ঘরে বাঘটি দেখতে পান। এরপরে লাকড়ির ঘরে তালা মেরে বাঘটিকে বন্দি করা হয়। ”

রোববার দুপুরে রনির খড়ি রাখার ঘর থেকে দলবল নিয়ে স্থানীয় উজ্জ্বল শেখ মেছো বাঘটিকে আটক করে।  প্রাণিটিকে প্রথমে তারা বাগডাসা ও চিতাবাঘ মনে করা হলেও পরে মেছো বাঘ বলে শনাক্ত করা হয় বলে জানান তিনি।

এ সময় মেছো বাঘ দেখতে বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে যায়।

রোববার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

error: দুঃখিত!