মুন্সিগঞ্জ, ১৭ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৬টি গাঁজা গাছ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় জোসনা বেগম (৪২) ও রবিন (৪০) নামের দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জোসনা বেগম উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেন্টু মেম্বারের দ্বিতীয় স্ত্রী।
গতকাল শুক্রবার (১৬ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে সেন্টু মেম্বারের বাড়ি সংলগ্ন ধইঞ্চা ক্ষেতে অভিযান চালিয়ে এ সমস্ত গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।
এ সময় সেন্টু মেম্বারের বাড়ি হতে দুই পুড়িয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লতব্দী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেন্টু মেম্বার তার বাড়ির পাশে ধইন্চা খেতের আড়ালে গাঁজা গাছের চাষ করছিল। এই সমস্ত গাঁজা সেবন করতে তার বাড়িতে লোকজনের ভিড় জমেই থাকতো।
সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সরঞ্জামসহ ১৬ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। জিজ্ঞাসবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবিষয়ে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।