মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মানসিক রোগে আক্রান্ত যুবক সুমন মোল্লা (৩০) পরিবারের সাথে থাকা অবস্থায় রাস্তা থেকে দৌড়ে পালিয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় টংগিবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।
ডায়েরি সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে মানসিক রোগে আক্রান্ত সুমনকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়ার উদ্দেশ্যে উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে চৌরাস্তায় নিয়ে আসে তার পরিবার। এসময় অটোরিকশায় উঠালে সেখান থেকে নেমে দৌড়ে অজ্ঞাত স্থানে চলে যায় সে। এরপর থেকে নিখোঁজ রয়েছে সুমন মোল্লা। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
ডায়েরিতে নিখোঁজের বর্ণনায় বলা হয়েছে, যুবক সুমন মোল্লার উচ্চতা আনুমানিক ৫ফুট ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য মিডিয়াম, ওজন আনুমানিক ৬০কেজি, পড়নে ছিলো ছাই রংয়ের টিশার্ট ও কালো ফুল প্যান্ট।
তাকে কেউ পথেঘাটে দেখে থাকলে টংগিবাড়ী থানায় অথবা নিখোঁজ সুমন মোল্লার পিতা আব্দুল সাত্তার মোল্লার সাথে (০১৩০৭৭৭২০৪১) যোগাযোগের অনুরোধ করা হয়েছে।