মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জাতীয় দৈনিক সকাল বেলা পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দৈনিক সকাল বেলার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চমক ও সিরাজদিখান প্রতিনিধি আমির হোসেন ঢালীর আয়োজনে আজ (৩০ এপ্রিল) শুক্রবার বিকালে উপজেলার কোলা ভিলেজ পার্কে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় পত্রিকার সম্পাদক সৈয়দ এনামুল হক এর রুহের মাগফেরাত কামণায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অতিথী হিসেবে অংশগ্রহন করেন, ঢাকাস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, মুন্সিগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোশিয়শনের যুগ্ন- সম্পাদক কে এন ইসলাম বাবুল, এটিএনবাংলা টেলিভিশনের সাবেক প্রোগ্রামার খান টুটুল, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবাযের, দপ্তর সম্পাদক আজাদ নাদভী, সদস্য মোহাম্মদ রোমান হাওলাদার, ইসমাইল খন্দকার। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মেহেদী হাসান সুমন, হাবিব হাসান প্রমূখ।