৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দৈনিক আমাদের সময়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

“জাগছে নতুন পৃথিবী-উদ্যমী আমরাও” এ শ্লোগানে মুন্সিগঞ্জে দৈনিক আমাদের সময়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

আজ বুধবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দীপু।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, শহীদ-ই-হাসান তুহিন, রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, ভবতোষ চৌধুরী নুপুর, মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন।

দৈনিক আমাদের সময়ের মুন্সিগঞ্জ প্রতিনিধি নাদিম হোসাইনের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, মাসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক শেখ মো. শিমুল, সাবেক প্রচার সম্পাদক সাইফুর রহমান টিটু, প্রবীন সাংবাদিক শেখ আলী আকবর, দৈনিক আমাদের সময়ের গজারিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, শ্রীনগর প্রতিনিধি তাইজুল ইসলাম উজ্জল, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান, কোষাধ্যক্ষ চাকলাদার তানজীল হাসান, কার্যকরী সদস্য মঈনউদ্দিন সুমন, জসিম উদ্দিন দেওয়ান, সুমন ইসলাম, শিক্ষা ও আইসিটি সম্পাদক জুয়েল রানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক মিথুন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম ছোটন, সাজ্জাদ হোসেন, আরাফাত রায়হান সাকিব, আহসান হাবিব চঞ্চল, তুষার আহম্মেদ প্রমুখ।

error: দুঃখিত!