মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং এর ৬ সদস্যকে আটক করেছে র্যাব-১০।
শনিবার (২৩ মার্চ ) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাও এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, ২টি চাকু, ২টি হেয়ার কাটার, ২টি সুইচ গিয়ার চাকু, ৬ টি মোবাইল ফোন ও নগদ ১৮শত ৪০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শ্রীনগর উপজেলার কাঠালবাড়ী এলাকার আমজাদ হোসেনের ছেলে আরমান হোসেন কৌশিক, উত্তর ভাগ্যকুল এলাকার গোলাম হোসেন সারেং এর ছেলে আরমান সারেং, উত্তর কামাড়গাও এলাকার ইসরাফিল মোড়লের ছেলে নাঈম মোড়ল একই এলাকার মৃত শেখ আবেদ আলির ছেলে আব্দুস সাত্তার, ফরহাদ হোসেনের ছেলে মো: রবিন ও উত্তর বালাশুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রবিন হোসেন।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, আটককৃতরা শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।