১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দেশীয় অস্ত্র ও পিকআপসহ ৮ ব্যক্তি আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত তিনটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি দা, পাঁচটি লোহার রড ও নীল রঙের রেজিস্ট্রেশনহীন একটি পিকআপ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকড়ি মুকড়ি গ্রামের মো. মজিবুল হকের ছেলে মো. জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ. রব হাওলাদেরর ছেলে মো. শাকিল (২৩), আ: রব হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৪) ও চর মালিয়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের শখিপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের জসিম মজুমদারের ছেলে আহমেদ সবুজ (২৯) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস (৩৯)।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, আটকদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!