১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৪৫
মুন্সিগঞ্জে দেড় হাজার অধিক ইয়াবাসহ মাদক কারবারি আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক হাজার ছয়শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার সহযোগী পালিয়ে গেছে।

আজ রোববার পুর পৌনে ১টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ছয়শত পিস ইয়াবাসহ ওই এলাকার আলমগীর সরকারের পুত্র রাসেল সরকারকে (৩২) আটক করা হয়। এসময় তার মাদক ব্যবসার সহযোগি একই এলাকার মৃত রাজা মিয়া প্রধানের পুত্র জাহাঙ্গীর প্রধান (৪৩) পালিয়ে যায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!