মুন্সিগঞ্জে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের যুবদলকর্মী মো. রাসেল (২৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে নয়াগাও পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রাসেল নয়াঁগাও পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। সে সাবেক পঞ্চসার ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের ছোট ভাই।
মুন্সিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার পোদ্দার জানান, এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মুন্সিগঞ্জে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী দ্য রিপোর্টকে জানান, ঘটনার পরপরই হাসপাতালে পুলিশের এসআই প্রসাদ এসে তদন্ত করে গেছেন। এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।