মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়াতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার বাউশিয়া এলাকায় অভিযানে চর বাউশিয়া গ্রামের জজ মিয়ার ছেলে মো. হোসেন (৩৮) কে ১৪ পিছ ইয়াবা ও চর পাথালিয়া গ্রামের মৃত মোখলেছ উদ্দিন এর ছেলে জহিরুল ইসলাম বাবু (৫৩) কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। দুপুর ১টা’র দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দন্ডাদেশ দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য জানান।