মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর, ২০২২, আজাদ নাদভী, সিরাজদিখান (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই ভাইয়ের মারামারিতে প্রাণ গেল কলেজ ছাত্র শাওন আহমেদের (১৭)।
গেল রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। শাওন উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার গ্রামের রবু মিয়ার পুত্র এবং বিক্রমপুর আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।
এর আগে গেল শনিবার বিকালে বালুচর ইউনিয়নের খাসকান্দি চরেরগাও এলাকার মৃত খেদমত আলীর দুই ছেলে আবুল হোসেন (৫৫) ও আমির হোসেনের মধ্যে মারামারি হলে কলেজ ছাত্র শাওন রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথায় ইটের আঘাত লাগলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলেটি মারা গেছে। ভাইদের মধ্যে মারামারি হলে রাস্তা দিয়ে যাওয়ার পথে ইটের আঘাতে শাওন অসুস্থ হলে রোববার সন্ধ্যায় মারা যায় সে। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।