১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, মোট বৈধ প্রার্থী ১৬
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রথম ধাপে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র চেয়ারম্যান প্রার্থী আনিছ উজ্জামান আনিছের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপী থাকায় তার মনোনয়ন বাতিল হয়। তবে তিনি আপিলের সুযোগ পাবেন। আপিলে না টিকলে এখানে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। অন্যদিকে, গজারিয়া উপজেলা নির্বাচনে আয়কর রিটার্নে গড়মিল ও অলনাইনে হলফনামা জমা না দেয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মনসুর আলমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

দুই উপজেলায় ৩ পদের বিপরীতে সর্বমোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল হয়। যাচাই বাছাইয়ে মোট বৈধ প্রার্থী পাওয়া যায় ১৬ জন।

বুধবার দুপুর ২ টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এসময় ঋণখেলাপী থাকায় আনিছ উজ্জামান আনিছের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী একটি ব্যাংকের কাছে ঋণখেলাপী থাকায় চেয়ারম্যান প্রার্থী আনিছ উজ্জামানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। তবে তার আপিলের সুযোগ রয়েছে। আপিলে টিকে আসলে তিনি বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। অন্যথায় আগামী ৮ মে সদর উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত থাকবে। পরবর্তীতে পুনরায় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বশির আহমেদ আরও জানান, আয়কর রিটার্নে গড়মিল ও অলনাইনে হলফনামা জমা না দেয়ায় গজারিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনসুর আলমের মনোনয়ন বিকালে অবৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থী ১৬ জন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় একমাত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এখানে বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসান (সোহেল) ও ইকবাল হাসান জনি। বৈধ মহিলা ভাইস চেয়ারম্যান দুইজন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম ও সালমা বেগম।

গজারিয়া উপজেলায় বৈধ চেয়ারম্যান প্রার্থী ৫ জন। তারা হলেন-  বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খাঁন জিন্নাহ, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (জয়)।

গজারিয়ায় বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, সাইফুল ইসলাম মন্টু ও জুনায়েত হোসেন মনির। এখানে বাতিল হয়েছে মনসুর আলমের মনোনয়ন।

বৈধ ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, নুসরাত জাহান মিতু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ প্রচার সম্পাদক মেহেরুন নেছা উত্তরা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. মীনা আক্তার।

ঘোষিত তফসিল অনুযায়ী, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হয়েছে আজ ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ হবে আগামী ৮ মে (বুধবার)।

error: দুঃখিত!