৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৩৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জুলাই, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামের মামুন হাওলাদার ও আহমেদ হাওলাদার সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন দুইজন।

গুলিবিদ্ধরা হলেন, খাসকান্দি এলাকার বাদশা মুন্সির ছেলে রবিউল ইসলাম (১৮) ও মৃত সামছুল হালদারের ছেলে আসাদ বোবা (৪৫)।

আহমেদ হাওলাদারের অভিযোগ, গতকাল রাত ২ টার দিকে গ্রীস প্রবাসী মিজান হাওলাদারের বাড়িতে মামুন হাওলাদারের লোকজন হামলা চালায়। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মামুন হাওলাদারের অভিযোগ, দুই মাস আগে আমাদের দুইপক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপরও ওরা ভোর রাতে হামলা চালায়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান সকাল সাড়ে ছয়টার দিকে দুইজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের দুজনেই গুলিবিদ্ধ একজনের পায়ের গুলিতে মাংস উড়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের রেফার্ড করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, চরকেওয়ারের খাসকান্দি গ্রামে ভোর রাতে দুই পক্ষের হামলার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

error: দুঃখিত!