মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মালবাহী ট্রাকের চালকসহ ২ জন নিহত হয়েছে।
আজ সোমবার (২৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার অংশে হোসেন্দী ইউনিয়নের মুন পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের চালক মো. মাসুদ (২৮) টাঙ্গাইল জেলার মধুপুর থানার গয়হাট্রা গ্রামের আব্দুল মান্নান এর ছেলে এবং পণ্যবাহী ট্রাকের সহযোগী সালাহউদ্দিন (২৪) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গয়েশপুর গ্রামের মৃত মো. রফিক উল্লাহর ছেলে।
ভবেরচর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন জানান, ফিলিং স্টেশন থেকে একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কে প্রবেশের সময় চালকের সহযোগী ঢাকামুখী একই লেনে আসা কাভার্ডভ্যানকে থামানোর চেষ্টা করে। এসময় পিছন দিক থেকে আসা একইগামী দ্রুত গতির ট্রাকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ওই ট্রাক চালক ও পণ্যবাহী ট্রাকের চালকের সহযোগী নিহত হয়।
তিনি জানান, নিহত চালক ও হেলপারের লাশ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন ভবেরচর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।