১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:০৮
মুন্সিগঞ্জে দিন-দুপুরে মসজিদের মাইক সেট চুরি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় দিন-দুপুরে নূরে জান্নাত নামে একটি মসজিদের মাইক সেট চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুঙ্গাবাড়ির ওই জামে মসজিদের ইমাম শ্রীনগর থানায় সাধারণ ডায়েরী করেন।

গত ১৭ জানুয়ারি সোমবার বিকালে এই চুরির ঘটনা ঘটে। মাইক সেট চুরির ঘটনায় মসজিদের মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করছেন।

এলাকাবাসী জানায়, দিনের বেলা মসজিদের ভিতরে ঢুকে চোরেরা মাইকের সেট চুরি করে নিয়ে গেছে। এর আগে গত ১৪ জানুয়ারি শুক্রবার দিবাগত গভীর রাতে বাঘড়া বাজার সংলগ্ন মোবারক ফকিরের অটো গ্যারেজ থেকে ২টি অটোরিক্সা চুরির ঘটনা ঘটে। বাঘড়ায় মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটছে।

নূরে জান্নাত জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম মাস্টারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি পোষ্ট অফিসে কাজে ছিলাম। ইমাম সাহেব আমাকে চুরির ঘটনাটি মোবাইল ফোনে জানান।

মসজিদের ইমাম কারী হেদায়াতুল্লাহ জানান, আছরের আজান দিতে গিয়ে দেখি মসজিদে মাইক সেট নেই। পরের দিন মঙ্গলবার চুরির ঘটনায় থানায় জিডি করি।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা তদন্ত করে দেখছি।

error: দুঃখিত!