২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৪:১৯
মুন্সিগঞ্জে ত্রিপল ও কম্বল দিয়ে পেঁচানো অজ্ঞাত লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ত্রিপল ও কম্বল দিয়ে পেঁচানো অবস্থায় আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ শনিবার বিকাল ৫টা’র দিকে উপজেলার আলমপুর দক্ষিণ সোনারগাঁও ইছামতির শাখা নদীতে তিন খালের মোড় থেকে ত্রিপল ও কম্বল পেঁচানো অবস্থায় জোয়ারের পানিতে লাশটি ভেসে আসলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এসময় লাশের সাথে একাধিক ইট ও অন্তত ৩০-৪০কেজি ওজনের বাটখারা পাওয়া যায়। লাশটি যাতে পানি থেকে উপরে উঠতে না পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ লাশটি নদীতে ভাসিয়ে দিয়েছে।

error: দুঃখিত!