১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আ.লীগ নেতা সহ আহত ৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই খালাতো ভাইয়ের দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নের মান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়। আহত সুমন আলম (৪২), শহিদুল ইসলাম লিপু (৫০) ও আসিফকে (২৫) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, মান্দ্রা গ্রামের সামসুল আলমের পুত্র সুমন আলম (৪২) ও প্রতিবেশী আব্দুর রশিদ মৃধার পুত্র শহিদুল ইসলাম লিপু সম্পর্কে আপন খালাতো ভাই। সুমনের বাড়ির সীমানায় রোপণকৃত একটি চারা গাছকে কেন্দ্র করে কথাকাটি হয়। সেই সূত্রে ধরে লিপু কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাকসুদ আলম ডাবলুর লোকজনকে বাড়িতে ডাকেন। অপরদিকে সুমন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলকে ডাকেন। লিপুর পক্ষে আসিফ, শামীমসহ কয়েকজন ওই বাড়িতে উপস্থিত হন। তার কিছুক্ষণ পরে মনির হোসেন মিটুল উপস্থিত হয়। এ সময় দুই খালাতো ভাইয়ের কথাকাটির এক পর্যায় সংঘর্ষ বাঁধে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শহিদুল ইসলাম লিপু বলেন, আমি বাড়িতে একটি টিউবওয়েল বসানোর আয়োজন করি। শ্রমিকদের কাজের সময় সুমনদের একটি গাছের চারা ক্ষতি হয়। এ নিয়ে সুমন ও তার ভাই সোহাগ মিটুলকে নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

সুমন আলম বলেন, লিপুর মা আমার খালা। তিনি আমাদের তার বাড়িতে ডাকেন। এ নিয়ে খালার সাথে বড় ভাইয়ের কথা হচ্ছিল। এ সময় লিপুসহ ডাবলুর লোকজন আমাদের ওপর হামলা করে।

এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু জানান, আমি একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম। মারামারির কিছুক্ষণ পরে আমি ওই বাড়িতে যাই। আমি গিয়ে ঘটনাস্থলে কাউকে দেখতে পাই নাই।

ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল জানান, সুমন সালিশ হিসেবে ডাকলে আমি তাদের বাসায় যাই। সেখানে মাকসুদ আলম ডাবলু সমর্থক লিপুসহ বেশ কয়েকজন আমার ওপর হামলা চালায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মারুফা আক্তার জানান, আহতদের মধ্যে মনির হোসেন মিটুল ও মামুন আলমকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। শহিদুল ইসলাম লিপু ও আসিফ এখানে ভর্তি আছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!