৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১১:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২২, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শুকুর আলী (৫৫) নামের এক ব্যক্তিকে শাবল ও চ্যালা কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

গেল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামে এই ঘটনা ঘটে। লৌহজং উপজেলার উত্তর মেদিনী মন্ডলের নিজাম ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকেন বেদে স্বপন ও ফারুকের পরিবার।

শুক্রবার সন্ধ্যায় স্বপনের চার বছরের মেয়ে ছোয়া মনি ও ফারুকের প্রায় একই বয়সের মেয়ে ফাহিমা খেলার ছলে ছোয়া মনিকে ধাক্কা দিলে মুখ ও ঠোঁট কেটে যায় ছোয়ার। এরপর উভয় পক্ষের সাথে কথা কাটাকাটি হলে বড়দের মাঝে ঝগড়া ছড়িযে পড়ে।

স্বপনের পরিবারের সদস্যদের অভিযোগ, ফারুক দলবল নিয়ে লাঠি সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং স্বপনের বাবা শুকুর আলীর মাথায়, হাতে ও বুকে প্রচন্ড আঘাত করে ফারুকরা। মাথা ফাটা ও হাত ভাঙা অবস্থায় শুকুর আলীকে ঢাকা পাঠানো হয়। ঢাকা মেডিকেলের ডাক্তার শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। শুকুর মিয়া স্থানীয় মৃত. হাকিম মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহত শুকুর আলীর ভাতিজি জুলিয়া বাদি হয়ে লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ্ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

error: দুঃখিত!