২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:২৬
মুন্সিগঞ্জে ড্রেজার জব্দ করার পরেও রাতের আঁধারে বালু উত্তোলন করছে চেয়ারম্যানের ভাই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৯ সেপ্টেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ড্রেজার জব্দ করার পরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে একই স্থানে মুন্সিগঞ্জ সদরের শিলই ইউপি চেয়ারম্যানের ছোটভাই স্থানীয় ভূমিদস্যু ইসমাইল বেপারী বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। 

এর আগে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকায় পদ্মা শাখা নদী থেকে বালু উত্তোলনের সময় ভূমিদস্যু ইসমাইল মেম্বারের তিন শ্রমিককে জরিমানা ও একটি ড্রেজার জব্দ করে টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে। এরপর সুচতুর ভূমিদস্যু ইসমাইল মেম্বার মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত একই স্থানে ড্রেজার বসিয়ে পুনরায় বালু উত্তোলন করে বলে জানান স্থানীয়রা।
 
নাম প্রকাশের অনচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ওই স্থানে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোটভাই সাবেক ইউপি সদস্য ইসমাইল বেপারী পদ্মার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। পদ্মার শাখা নদীর পাশে রজতরেখা নদীর উৎপত্তিস্থলে পকেট তৈরি করে বালু জমা রেখে পরে বিক্রি করছেন তিনি। এছাড়াও রজতরেখা নদী দখল করে দোকান নির্মাণ করেছেন।

ড্রেজার জব্দ করার পরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে একই স্থানে মুন্সিগঞ্জ সদরের শিলই ইউপি চেয়ারম্যানের ছোটভাই স্থানীয় ভূমিদস্যু ইসমাইল বেপারী বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।

ইসমাইল বেপারী স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এবং প্রশাসনকে ম্যানেজ করে এই ব্যবসা পরিচালনা করায় মুখ খুলতে সাহস পান না অনেকেই। এ অবস্থায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে বুধবার সকালে তার জব্দকৃত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেখা যায় এতে স্থানীয়রা হতাশা প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার শর্তে আরেক ব্যক্তি জানান, প্রতিদিন ভোর থেকে শুরু হয় বালু উত্তোলনের মহাউৎসব। উত্তোলিত বালু ট্রলারের মাধ্যমে সরবারাহ করা হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সদর উপজেলার পূর্বরাখি গ্রাম ও টংগিবাড়ীর উপজেলার দিঘিরপাড় এলাকার নদী পাড়ের জনবসতি ও ফসলি জমি। 

নাম প্রকাশে না করার শর্তে আরেক ব্যক্তি জানান, প্রতি বর্ষা মৌসুমে ইসমাইল বেপারী মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রজতরেখা নদীর উৎপত্তিস্থলে পকেট তৈরি করেন। নদী থেকে বালু উত্তোলন করে সেখানে জমিয়ে রাখেন। সে বালু বিক্রি করেন সারা বছর জুড়ে। এতে রজত রেখা নদীটি নাব্যতা হারিয়েছে। শুধু নদী থেকেই বালু উত্তোলন করেন এমন নয়। তিনি রাতের আঁধারে ফসলি জমির মাটিও লুটে নিচ্ছেন। তার ইশারায় জমি থেকে মাটি কেটে নিচ্ছেন একটি চক্র। প্রতি ট্রলারের জন্য ইসমাইল পাচ্ছেন ৫শ- এক হাজার করে টাকা।

বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করেছেন শিলই ইউনিয়নের পূর্বরাখি এলাকার সাবেক ইউপি সদস্য ইসমাইল বেপারী। তিনি বলেন, টংগিবাড়ী থেকে পুলিশ এসে আমার ড্রেজার পাইপ ভেঙে দিয়ে গেছে পরে আমি আর কোনো মাটি কাটিনি। 

অন্যদিকে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ বালু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের দাবি, পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক থাকায়, ভ্রাম্যমাণ আদালতের পরেও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে ইসমাইল ও তার অনুসারীরা। ভ্রাম্যমাণ আদালত আসার আগেই পুলিশের দেওয়া তথ্যের কারণে মূল হোতারা সটকে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দিয়ে দিঘীরপার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জিল্লুর রহমান বলেন, স্থানীয়রা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। তার এলাকায় বালু উত্তোলন হয় না। তাই আর্থিক লেনদেনের সঙ্গে তিনি জড়িত নন। বালু উত্তোলন হয় সদর উপজেলায়। 

আপনার এলাকায় না হলে, শুধু সদর উপজেলা থেকে বালু উত্তোলন হলে, টংগিবাড়ী উপজেলা ভূমি কর্মকর্তা কেন অভিযান পরিচালনা করেন?  এমন প্রশ্নের জবাবে সদুত্ত দিতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।

টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে জানান, অভিযান চালিয়ে ইসমাইল মেম্বারের একটি ড্রেজার জব্দ করা হয়েছে। অন্য কোনো ড্রেজার দিয়ে মাটি কাঁটলে ব্যবস্থা নেওয়া হবে। তবে, ওই স্থানটির কিছু অংশ সদর উপজেলার পূর্বরাখি মৌজায় হওয়ায় আমরা জোড়ালো পদক্ষেপ নিতে পারছি না। এ বিষয়ে সদর উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করলে ভালো হয়।

তিনি বলেন, স্থানীয় প্রভাবশালী মহল বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছানোর আগে এই চক্রটি খবর পেয়ে সটকে যায়। ফলে এদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।

টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে জানান, অভিযান চালিয়ে ইসমাইল মেম্বারের একটি ড্রেজার জব্দ করা হয়েছে। অন্য কোনো ড্রেজার দিয়ে মাটি কাঁটলে ব্যবস্থা নেওয়া হবে। তবে, ওই স্থানটির কিছু অংশ সদর উপজেলার পূর্বরাখি মৌজায় হওয়ায় আমরা জোড়ালো পদক্ষেপ নিতে পারছি না। এ বিষয়ে সদর উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করলে ভালো হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বছরখানেক আগে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছি। এতে ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়। এতে কিছুদিন বালু উত্তোলন বন্ধ ছিল। শুনেছি সেখানে আবারও বালু উত্তোলন করা হচ্ছে। আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রাখব।  
তিনি বলেন, স্থানীয় প্রভাবশালী মহল বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছানোর আগে এই চক্রটি খবর পেয়ে সটকে যায়। ফলে এদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। 

error: দুঃখিত!