৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১০:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ড্রাম ট্রাক চালকের বিচারের দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২৩, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকের চালকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল রোববার বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলার খাহ্রা চুড়াইন আদর্শ ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনের সড়কে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলাম, উপাধ্যক্ষ গোলাম মাওলা, সহকারি অধ্যাপক আব্দুল মালেক দেওয়ান, গোলাম ফারুক, আব্দুল আজিজ, শুভ্রা দেবনাথ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শিক্ষক হত্যায় অভিযুক্ত ঘাতক ড্রাম ট্রাকের চালককে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গেলো ১৬ জানুয়ারি রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকায় ড্রাম ট্রাক চাঁপা দিলে ঘটনাস্থলেই খাহ্রা চূড়াইন আদর্শ ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আব্বাস আলী পাটোয়ারী নিহত হন। এ ঘটনায় পরদিন শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হলেও ঘাতক ড্রাম ট্রাক ও চালককে এখনও পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

error: দুঃখিত!