মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ডোবা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাত নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ মার্চ) বেলা আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ব্রাহ্মণপাইকসা নামক এলাকায় রাস্তার পাশে ডোবা থেকে প্রিন্টের সেলোয়ার-কামিজ পরিহিত আনুমানিক ২৩-২৫ বছর বয়সী এক নারী ও লাল রংয়ের গেঞ্জি পরিহিত অবস্থায় আনুমানিক দেড় থেকে ২ বছর বয়সী মেয়ে শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার জানান, উদ্ধারকৃত নারী ও শিশুর পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা মা ও মেয়ে হতে পারে। তাদেরকে হত্যা করে এখানে ফেলে গেছে কেউ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।