১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৩৯
মুন্সিগঞ্জে ডেঙ্গু রোগে একজনের মৃত্যু, শনাক্ত ৩৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে ডেঙ্গু রোগে একজনের মৃত্যুসহ ৩৫ জনকে শনাক্তের খবর পাওয়া গেছে।

শুক্রবার সকালে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নয়াগাঁও গ্রামে।

এছাড়া মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ৬ জন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ মোট ১৪ জন ভর্তি আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন এবং ঢাকায় পাঠানো হয়েছে ৭ জন রোগীকে।

অপরদিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসায় সময়মতো ডাক্তার না পাওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন হাসপাতালে ভর্তি রোগীরা।

জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীরা গত ২৪ জুলাই হতে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গত তিনদিন ধরে ১৫০ কিট দিয়ে ডেঙ্গু শনাক্তে পরীক্ষা শুরু করেছি।

error: দুঃখিত!