১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:২১
মুন্সিগঞ্জে ডাক্তারের কাছে যেতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল নানি-নাতির
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় নানি-নাতির মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তার ও নাতি শিশু আব্দুল্লাহসহ ডাক্তার দেখানোর জন্য সোনারগাঁ এলাকায় যাচ্ছিলেন। তারা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহ মারা যায়। তবে মেয়ে সুফিয়া আক্তার কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

error: দুঃখিত!