মুন্সিগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে কেউটচিরা এলাকায় সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস শেখ (৬৫) উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামের মৃত রফিক শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার পথে পথচারী আক্কাস শেখ ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিলেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।