মুন্সিগঞ্জ, ২১ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন।
আজ সোমবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে শ্রীনগর-দোহার সড়কের কামারগাও পাকা ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাও এলাকার রাজ্জাক বেপারীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তার হোসেন তার ছেলেকে দুপুরের খাবার দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে উত্তর কামারগাও বায়তুন নুর হাফিজিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। এসময় দোহার থেকে শ্রীনগর গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-১৫৪৬) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।