২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:২১
মুন্সিগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে সেনা সদস্য নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে মেহেদী হাসান তুষার (২৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেল আরোহী রিয়াজ (৩০)।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টা’র দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে কুমিল্লামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য মেহেদী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামের শামসুল হকের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার পৌনে ৭টা’র দিকে মেহেদী ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বালুয়াকান্দি এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মেহেদী। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি।

error: দুঃখিত!