১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৮:২০
মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহীর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহীর। এসময় গুরুতর আহত হয়েছেন চালক।

নিহত মধু রাজন (৫০) উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মৃত মাহমুদ আলীর ছেলে। আহত আল আমিন (৩৫) কুমিল্লার মেঘনা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে হোসেন্দী বাজার থেকে জামালদী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন আরোহী রাজন ও চালক আল আমিন। এসময় তারা জামালদী-হোসেন্দী সড়কের নিউ সানরাইজ স্কুলের সামনে আসলে মোটরসাইকেলটিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রাজন।

আহত আল আমিনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

error: দুঃখিত!